1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

নৌকার এ বিজয় সোনাতলা-সারিয়াকান্দি বাসীর বিজয় -সাহাদারা মান্নান এমপি

  • সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ২৫৫

আব্দুর রাজ্জাকঃ বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাহাদারা মান্নান। তিনি ৫১ হাজার ৪ শ’ ৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি তবলা প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬ শ’ ৮৪ ভোট।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত এমপি আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে এ আসনটি দখলে রেখেছিলো। তার মৃত্যুর পর উপ-নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তারই স্ত্রী সাহাদারা মান্নান। দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হোন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে অনেক হেভিওয়েট নেতা কর্মীরা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো সাহাদারা মান্নানকে নৌকার মনোনয়ন দেন। নৌকার মনোনয়ন পেয়ে নানা প্রতিকূলতার মধ্যেও দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
নির্বাচিত হয়ে সাহাদারা মান্নান বলেন, ‘বগুড়া ১ আসনে সোনাতলা-সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন, ওয়ার্ডের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীসহ সকল ভোটারবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও ভোটেই আমি এবারও নির্বাচিত হয়েছি। স্বাধীনতার পরে এমন ছচ্ছতা নির্বাচন আমি দেখিনি।
আজকের এ বিজয় আপনাদের বিজয়। আমি কখনও ভাবিনি যে সোনাতলা থেকে এতো ভোট পাবো। সোনাতলার নেতাকর্মীরা একসাথে হাতে হাত রেখে কাজ করছে দেখেই আজকে আমার এই বিজয়। এই সোনাতলায় আমার বাবার বাড়ি, সোনাতলার মানুষ যখন বেশি ভোট দেয় তখন গর্বে আমার বুক ভরে যায়। আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ’।
সাহাদারা মান্নান নির্বাচিত হওয়ার পর সোমবার দিনব্যাপী সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন যায়গায় আনন্দ মিছিল ও নেতা কর্মীরাদের সাথে সাক্ষাৎ করেন ।
সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক জানান, আজকের নৌকার বিজয় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন হয়েছে সেটা দৃশ্যমান। এ উন্নয়ন দেখে সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে সাহাদারা মান্নানকে নির্বাচিত করেছে।
সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মোহাম্মদ জিয়াউল করিম শ্যাম্পো বলেন, প্রয়াত এমপি আব্দুল মান্নান এ আসনটিকে তিলে তিলে গড়ে তুলেছেন। তার আদর্শকে সোনাতলা-সারিয়াকান্দির নেতাকর্মীরা বুকে ধারণ করে মাঠে কাজ করেছেন। তারেই ফলশ্রুতিতে আজকে নৌকার বিজয় করা সম্ভব হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট