আব্দুর রাজ্জাক, সোনাতলাঃ বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম.রাজ্জাক বলেন, 'সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া- নৌকার কোন বিকল্প নাই। নৌকা মানেই বঙ্গবন্ধু, নৌকা মানেই শেখ হাসিনা, নৌকা মানেই উন্নয়ন, নৌকার কোন বিকল্প নেই।
এই উন্নয়নের ধারাহিকতা ধরে রাখতে সারাবাংলাদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে'।
৬ নভেম্বর সোমবার বিএনপি-জামাতের ডাকা ৪৮ ঘন্টা সকাল সন্ধ্যা অবরোধের দ্বিতীয় দিনের প্রতিবাদে সোনাতলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ এখনও চলমান রয়েছে। বর্তমানে 'বিএনপি-জামাতের এই অন্যায় অবরোধ জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ভাবে তাদের এই অবরোধের প্রতিবাদ ও প্রতিহত করবো'।
সোমবার বিকেল সোনাতলা রেলগটস্থ বালুচর হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে সোনাতলা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বালুচরে এসে শান্তি সমাবেশ করেন।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন, তেকানী চুকাই নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন দুলুসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তি সমাবেশে বক্তব্য রাখেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com