বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে চিকিৎসার নামে মা ও নবজাতক শিশুকে হত্যার প্রতিবাদে নার্সের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল মঙ্গলবার বেলা সারে ১১ টায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ সভাপতি ফেরদাউছ মিয়া,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, কার্যকরী সদস্য, ফজলুল হক দুদু, আমিরুল ইসলাম,রিপোর্টার ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। বক্তারা অভিযুক্ত নার্স আমেনা বেগম ঝর্নার বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম প্রদান করেন।অন্যথায় বৃহত্তর আন্দোলনসহ জনস্বার্থে মামলা দায়ের করার কথা উল্লেখ করেন। এসময়, প্রেসক্লাব সহ- সভাপতি নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাসুদার রহমান, নুর মহব্বত সরকার,সহ সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর,দপ্তর সম্পাদক মিলন মন্ডল,ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন, কার্যকরি সদস্য আল- মাহামুূদুজ্জামান, ছাদেকুল ইসলাম রুবেল,ফজলার রহমান,মাসুদ রানা।
এদিকে পলাশবাড়ীতে প্রসুতি মা ও নবজাতককে চিকিৎসার নামে বাসায় নিয়ে গিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত নার্স আমেনা বেগম ঝর্নাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প: কর্মকর্তার কার্যালয়ের স্মারক নং:-উপ: জে:স্বাস্থ্য: কম:/পলা:/গা:/২০২২-২০২৩/৫২৯/০৯ মোতাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিসুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পত্রে ডা: সাবরিনা পারভীন সভাপতি ডা: জাকিয়া সুলতানা ডা: আফরুজা খানম, সদস্য,নাছিম সুপারভাইজার সদস্য ইসরাত জাহান মনিরা মিড ওয়াইফ সদস্য ও ডা: রাহাত আল আল রাজীব আবাসিক মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com