বায়েজীদ (পলাশবাড়ী) গাইবান্ধা: পলাশবাড়ীতে ২০০৬ সালে যোগদান করে ক্লাসে হাজিরা না দিয়ে মাসের পর মাস চিকিৎসা ছুটি নিয়ে বিল ভাতা উত্তোলন করে আসছেন সহকারী শিক্ষক হাসিনা আক্তার।
সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে ঘোড়াবান্ধা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হাসিনা আক্তার ২০১৮ সালে ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকে কোনদিনই ক্লাস না করে একাধিকবার চিকিৎসা ছুটি নিয়ে বিল ভাতা উত্তোলন করে আসছেন।
জানা যায়, ২০০৬ সালে উপজেলার পবনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই ক্লাস না করে সংশ্লিষ্ট শিক্ষা অফিসকে ম্যানেজ করে বিল ভাতা উত্তোলন করে আসছেন। এর একপর্যায়ে ২০১৮ সালে ঘোড়াবান্ধা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ক্লাস না করেই বিল ভাতা উত্তোলনে সংশ্লিষ্ট অফিসের কর্মকান্ড নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। অপরদিকে হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাহামুদা বেগম ২০২০ সালে উক্ত বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে ক্লাস না করে চিকিৎসা ছুটি নিয়ে দিন অতিবাহিত করছেন। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন সুলতানার সঙ্গে কথা বললে তিনি জানান, বর্তমানে আমি ওই শিক্ষকের হাজিরা খাতায় অনুপস্থিত দেখাইয়াছি। সংশ্লিষ্ট অফিসকেও অবহিত করেছি। ওই দুই শিক্ষককে একাধিকবার মুঠোফনে যোগাযোগ করলেও তাদের পাওয়া যায় নাই। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন জানান, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাই এলাকার সচেতন মহল সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply