1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের কাহালুতে গলায় উড়না পেঁচিয়ে এক মহিলার আত্মহত্যা দূর্নীতি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী আইনের বিকল্প নেই -অধ্যক্ষ শাহাবুদ্দীন

পলাশবাড়ীতে প্রথম শ্রেণীতে ভর্তি হলেন ৬৫ উর্ধ্ব বয়সী বৃদ্ধ আব্দুল মান্নান

  • রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১১

বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ কথিত আছে“লেখাপড়া করে যে,গাড়ী ঘোড়া চড়ে সে”যেমন জানার কোন শেষ নেই শিক্ষার কোন বয়স নেই।তাই অক্ষর জ্ঞানহীন যে কেউ যেকোন বয়সেই পড়ালেখা করে অন্ধকার থেকে শিক্ষার আলোর জগৎ এ বেড়িয়ে আসতে পারেন।লোক-লজ্জা সবকিছু ভুলে সম্প্রতি তারই প্রমানের উদাহরণ সৃষ্টি করে নাতীর ছেলে পুতি কাওসারের সাথে প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে নিয়মিত স্কুেল ক্লাস করছেন ৬৫ উর্বধ বয়সী বৃদ্ধ আব্দুল মান্নান ওরফে মান্না।আব্দুল মান্নান পেশায় একজন পানের খিলি ব্যবসায়ী।
জানা যায়,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মৃত তছিম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান(৬৫)।তার বাবার জন্ম¯’ান বাড়ী গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখপাড়া গ্রামে আব্দুল মান্নান জন্মগ্রহন করেন।জন্ম¯’ান বসতবাড়ীর ভিটামাটি ছেড়ে স্বপরিবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে ছেড়ে এসে বসবাস করেন।বাবা-মা এর অভাব অনাটনের সংসারে আব্দুল মান্নানসহ ৬ ভাই,১ বোন ছিলেন। ভাই বোনদের মধ্যে আব্দুল মান্নান ছিলেন তৃতীয়। বাবা-মায়ের অভাব অনাটনের সংসারে প্রাথমিক শিক্ষা গ্রহন করতে পারেননি।মা-বাবাসহ ৬ ভাই,১ বোনের সংসাওে খেয়ে না খেয়ে থাকতে হত তাদের। ভাল কোন খাবারও ,ভাল কোন বস্ত্র ছিলনা তাদের ঘরে।ক্ষুধার জ্বালা সইতে না পেরে জীবন বাঁচানোর তাগিদে বাঁশের ভাত,গমের ভাত,প্যারার ছাতু,কাঠাল সিদ্ধ,খেসারী কালাই সিদ্ধ খেয়ে থাকতে হতো তাদের।
বাবার পয়ত্রিক কোন সম্পত্তি না থাকায় সময়ের সাথে বেড়ে ওঠা আব্দুল মান্নান এর ছোট থেকেই অন্যের বাড়িতে কাজকর্ম করতে হতো। আব্দুল মান্নান ১৭ থেকে ১৮ বছর বয়সে বিয়ে করেন।বিয়ের পর প্রায় ৫ বছর শ্রমিক হিসেবে অন্যেও বাড়িতে ২ টাকা,৩ টাকা,১কেজি চালের বিনিময়ে কাজ করেন।এরপর প্রায় ২৫ বছর অল্প মুল্যে পায়ে চালিত ভ্যান চালান।বয়সের ভাড়ে এখন অনেকটাই নুয়ে পড়েছেন আব্দুল মান্নান। আব্দুল মান্নানের এই বৃদ্ধ বয়সে উপর্জনের অন্য কোন পথ না থাকায় জীবন বাঁচানোর তাগিদে বর্তমানে ¯’ানীয় কাশিয়াবাড়ী বাজারে ছোট্ট একটি পানের খিলি দোকান দিয়েছেন। ওই দোকানই এখন তার একমাত্র সম্বল।
আব্দুল মান্নান এর ঘরে মালেকা ও জান্নাতী নামে ২ মেয়ে,মাফুজার নামে এক ছেলে রয়েছে। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। আব্দুল মান্নান এর মেয়ের ছেলে নাতীকে বিয়ে দিয়ে এখন পুতির মুখও দেখছেন।আব্দুল মান্নান এর পুতি কাওসার কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে একই বিদ্যালয়ে পুতির সাথে অক্ষর-জ্ঞানহীন আব্দুল মান্নান অক্ষর-জ্ঞান জানতে এবং পড়তে তিনিও প্রথম শ্রেনিতে ভর্তি হয়েছেন। আব্দুল মান্নানের প্রথম শ্রেনিতে ভর্তি রোল নম্বর-৩৭। নিয়মিত বই ও কলম হাতে করে নিয়ে বিদ্যালয়ে গিয়ে ছোট শিশু বা”চাদের সাথে অত্যন্ত মনযোগের সাথে ৬৫ উবর্ধ বছর বয়সী আব্দুল মান্নান ক্লাসও করছেন।
আব্দুল মান্নান জানান,হামার জীবনে অতীতের কাহিনী বললে হামার চোথে পানি এসে যায়।অনেক দুঃখে-কষ্টে বড় হয়েছি এখন বয়সের ভাড়ে আর কোন কাজকর্ম করতে পাইনে।বাবা-মা যখন বাঁচে আছিল তখন অভাবের কারনে তখন পড়তে পারি নাই।জীবিকার তাগিদে এই বয়সে পানের ছোট একটা খিলি দোকান দিছি অনেক সময় বাকী যায় কিংবা বাকি টাকা যখন মানুষ দেয় তা মনে ধরে রাখতে পারিনা তাই জন্যেই স্কুলে ভর্তি হছি যাতে অক্ষর-জ্ঞান শিখে পড়তে ও লিখতে পারি।স্যারেরা অনেক ভাল কি সুন্দর করে পড়ান ছোট বা”চাদের সাথে পড়ালেখা করতে হামারও ভাল নাগছে।
আঃ হান্নান মিয়া নামে এক ব্যবসায়ী জানান,ওই মুরুব্বি অত্যন্ত সহজ-সরল ও পরহেগার একজন মানুষ।এই বয়সে শিক্ষা গ্রহন করতে নাতীর ছেলের সাথে পুঁতির সাথে স্কুলে প্রথম শ্রেনিতে ভর্তি হয়ে প্রতিদিন বই হাতে করে নিয়ে ক্লাস করছেন উনার উদ্যোগে আমরা মুগ্ধ হয়েছি।
কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মিথুন মন্ডল জানান,আব্দুল মান্নান বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য দীর্ঘদিন থেকে যখন তখন অনুরোধ করে আসছে তার অনুরোধের প্রেক্ষিতে চলতি বছর প্রথম শ্রেণিতে ভর্তি দেখিয়ে বই দেয়া হয়েছে। উনি বই হতে করে নিয়মিত বিদ্যালয়ে এসে বা”চাদের সাথে মনযোগের সহিত ক্লাস লেখাপড়া করছেন।তাছাড়া ওনার আচার-ব্যবহার খুব ভালো।ওনার ক্লাসের সহপাটিরা ওনাকে পেয়ে আনন্দের সাথে পড়ালেখা করছে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান,সে যেহেতু শিক্ষা গ্রহন করতে ই”ছুক সেটা খুব ভাল কথা।উনি যদি এ বয়সে শিক্ষা গ্রহন করে নিজে বানান করে পড়তে ও লিখতে পারে তাহলে ওনারই কাজে লাগবে।এটা ওনার অত্যন্ত ভাল একটা উদ্যোগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট