বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি (প্রহরী) জয়নাল আবেদিন আহাদেরর বিরুদ্ধে ভাঙারির দোকানে বস্তাভর্তি সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ আব্দুল মোত্তালেবের ভাঙারির দোকোনে বই গুলো আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বই গুলো জব্দ করে। মোত্তালেব বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে।অভিযুক্ত জয়নাল আবেদিন আহাদ ফরকান্দাপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। পুলিশ ও ভাঙারি দোকানি মোত্তালেব জানায়, স্থানীয় ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যারয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি জয়নাল আবেদিন আহাদ ভ্যানভর্তি বই গুলো তার দোকানে বিক্রির জন্য পাঠায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চপল ও প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বই গুলো আটক করে পুলিশে খবর দেন।
পলাশবাড়ী থানার সহকারি পরিদর্শক ( এসআই) রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বই গুলো জব্দ করা হয়। প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি আরো জানান, জব্দকৃত বই গুলো ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের।
Leave a Reply