বায়েজীদ গাইবান্ধা প্রতিনিধিঃ আজ শনিবার (২৭ মে,২৩) গাইবান্ধার পলাশবাড়ীতে বেলা ১২.৩০ মিনিটে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের নেতৃত্বে।
এই সময় পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় অবস্থিত ডেন্টাল কেয়ার পয়েন্টের এর ভূয়া(দন্ত!) চিকিৎসক মেহেদি হাসান ডনকে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২ নং ধারা অবমাননার দায়ে ১,০০০০০(এক লক্ষ টাকা) টাকা জরিমান করা হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন বলেন, মেহেদী হাসান দীর্ঘদিন থেকে ভূয়া সনদ ব্যবহার করে জনগণকে ভূল চিকিৎসা দিয়ে আসছিলেন। যা রীতিমত একটি অপরাধ। তার অপরাধ বিবেচনায় তাকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই সময় আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাহবুব আলম।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com