বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী থানায় দায়েরকৃত স্ত্রী হত্যা মামলার পলাতক আসামী স্বামী জাহাঙ্গীর আলমকে (৩০)রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,উপজেলার কিশোরগাড়ী ইউপির কাঁতুলি গ্রামে পারিবারিক নানা কোন্দলের ধারাবাহিকতায় স্ত্রী হত্যাকান্ডের ঘটনা ঘটে।নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ওই গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে স্বামী জাহাঙ্গীর আলমকে এজাহার নামীয় প্রধান আসামী করে এব্যাপারে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা(নং-২৪/২৬৪,তাং-২২/৯/২০২২)দায়ের করা হয়। এরপর থেকেই জাহাঙ্গীর পুলিশি গ্রেফতার এড়াতে পলাতক জীবনযাপন করতে থাকে।গত প্রায় দেড় বছর সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতারে পুলিশ ব্যর্থ হয়। এদিকে গোপনসূত্রে খবরসহ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে পলাশবাড়ী থানা পুলিশ।
মামলার তদন্তকারী অফিসার এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবল বুধবার ১ ফেব্রুয়ারি সকালে ঢাকা মহানগরীর আদাবর থানা এলাকার আদাবর সুনিবিড় হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মো.মাসুদ রানা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply