প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ৪:১১ অপরাহ্ণ
পলাশবাড়ীতে ৭ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার ২
বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন গুলো চেকিংকালে ৭ বোতল বিদেশী মদ সহ ২ জনকে গ্রেফতার করেছে৷
থানা সূত্রে জানা যায়,গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে আজ ১১ এপ্রিল মঙ্গলবার পৌনে ৩ ঘটিকার সময় পলাশবাড়ী থানা এলাকায় -ঢাকা ও রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী বাস চেকিং করাকালে ১। মোঃ আরিফ হোসেন সরকার আদর(১৯) ও ২। মোঃ আহসান হাবীব শ্রাবন (২০) এর হেফাজত হইতে ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত ১। মোঃ আরিফ হোসেন সরকার আদর(১৯) গাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে ও ২। মোঃ আহসান হাবীব শ্রাবন (২০) লক্ষীপুর জেলার সদর থানা এলাকার আলাদাতপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। সাং-আলাদাতপুর, থানা ও জেলা-লক্ষীপুরদ্বয়ের
এ বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এঘটনায় পলাশবাড়ী থানার ধারা-৩৬(১) সারণির ২৪(ক)/৪১, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত