স্টাফ রিপের্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার কৃতি সন্তান কবি ও সংগঠক এম রহমান সাগরের দ্বিতীয় বই ‘দূরভূমি’ প্রকাশিত হয়েছে। কবি এম রহমান সাগর একজন দক্ষ সংগঠক ও কলাম লেখক। এছাড়াও তিনি দিশারী ফুড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার লেখা গল্প, প্রবন্ধ, কবিতা ও ফিচার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
কবি এম রহমান সাগরের লেখা বই ‘দূরদেশ’ একুশে বই মেলায় পাওয়া যাবে বিভিন্ন স্টলে। বাংলা ধরিত্রী স্টল নং ৫৬০, তথ্য কেন্দ্রের পাশে বইটি পাওয়া যাবে। এছাড়া বাবুই প্রকাশনী, স্টল ৩৩৭, মন্দিরের গেটের পাশে, সময় পেভিলিয়নের উল্টো পাশে বইটি পাওয়া যাবে। এছাড়া অনলাইনে রকমারি ডটকম থেকেও বইটি পাওয়া যাবে।
Leave a Reply