1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় তিন শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

শুক্রবার (৪ জুলাই) ভোরে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় অপহৃত তিনজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।

গ্রেপ্তাররা হলেন আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (২৬), মাসুম আলম নাঈম (২৭) ও মেহেদী হাসান (২৩)।

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনজন শিক্ষার্থীকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল মালতীনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান শুরু করলে শুক্রবার ভোরে অপহৃত তিনজন শিক্ষার্থীকে অপহরণকারীরা ছেড়ে দেয়। পরে সেনাবাহিনী সদস্যরা অপহরণকারীদের অবস্থান করা বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় সেখান থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ১৩টি সিমকার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের জব্দকৃত আলামতসহ বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, আটকদের নামে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট