মুহাম্মাদ আবু মুসাঃ বুধবার বগুড়ায় বিএনপি-জামায়াতের অবরোধের ২য় দিনে পলিশের সাথে সংঘর্ষ, ট্্রাকে অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। এতে কমপক্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরের মাটিডালী ও তিনমাথা রেলগেট এবং বাঘোপাড়ায় মহাসড়কে সকাল থেকে অবস্থান নেয় অবরোধকারীরা। মিছিল সমাবেশও করেছে তারা। সকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা’র নেতৃত্বে মিছিল সমাবেশ করলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপির নেতৃত্বে মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে তিনি (রিপু) প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনমাথা রেলগেট এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা’র নেতৃত্বে মিছিল সমাবেশ করলে পুলিশ বাধা দেয়ায় সংঘর্ষ বেঁেধ যায়। এ সময় পুলিশ গুলি (রাবার বুলেট) বর্ষণ করলে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষ ও বিএনপির নেতা-কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে ৬জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া বাঘোপাড়া মহাসড়কে একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে অবরোধকারীরা। অপর দিকে মহাসড়কের ২য় বাইপাসে ঘুনিয়াতলায় জামায়াতে ইসলামী মিছিল বের করলে পুলিশের বাধাঁর মুখে পড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ গুলি (রাবার বুলেট) বর্ষণ করলে কমপক্ষে ৪জন আহত হয়েছে বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আকতার স্থানীয় সাংবাদিকদের জানান, মহাসড়কে কাউকে অবরোধ করতে দেয়া হবে না। নাশকতা রোধে পুলিশ মাঠে আছে থাকবে।
Leave a Reply