মুহাম্মাদ আবু মুসাঃ বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাংচুর, জাতীয় পতাকা অবমাননা এবং অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বগুড়া জেলা শাখার উদ্দোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
মিছিলটি শহরের সাতমাথা থেকে বের হলে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ খোকন পার্কে এসে শেষ হয়। এর আগে সাতমাথায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির জেলা শাখার সভাপতি ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান মোহন, জেলার সাধারণ সম্পাদক রানা সরকার,
কোষাধ্যক্ষ বোরহান বিন আফজাল, উপদেষ্ঠা পরিষদ সদস্য তারেক রহমান, আব্দুল মমিন, রবিউল ইসলাম, সংগঠনের আব্দুল মান্নান, শাহ জামাল, শহিদুল ইসলাম, এনামুল হক, জয়নাল আবেদীন, আনারুল হক রাজু, আঃ সামাদ, আবুল কালাম আজাদ, বুলবুল হোসেন প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com