মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় ঈদের রাতে গুলি করে ও কুপিয়ে শরিফ ও রুমন নামের দুই যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতা ছাড়াও ১৩ জনের নাম উল্লেখসহ ২৮ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে হত্যা মামলাটি দায়ের করেন নিহত শরিফের মা হেনা বেগম।
মামলার অভিযুক্তদের মধ্যে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু (৬০), ছাত্রলীগ কর্মী আজবিন রিফাত (১৯), নাঈম হোসেন (২৮) ও শেখ সৌরভ (২৬)। এ হত্যা মামলায় প্রধান আসামী করা হয়েছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুকে।
এছাড়াও মিঠুর ভাই বগুড়া পৌর আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড়ের সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুসহ আরো তিন ভাই, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহ মেহেদী হাসান হিমুকেও আসামী করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, সোমবার ঈদের দিন বিকেল ৪টার দিকে বগুড়া শহরের নামাজগড়-হাকির মোড়ে সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর প্রাইভেট কারের সাথে নিহত রুমনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই সময় প্রাইভেটকারে মধ্যে ছিলেন সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর অষ্ট্রেলিয়া প্রবাসী মেয়ে।
মোটরসাইকেল ধাক্কা লাগাকে কেন্দ্র করে সেখানে বেশ বাক বিতন্ডা হয়। এর জের ধরে রাত সাড়ে ১২টার দিকে মামলার অভিযুক্তরা কৌশলে রুমন ও শরিফকে বাড়ি থেকে নিশিন্দারা চকরপাড়ায় বাগানের সামনে ডেকে নেয়। রুমন ও শরিফের সাথে তাদের কয়েকজন বন্ধুও সেখানে যায়।
রুমন ও শরিফরা সেখানে পৌঁছামাত্রই সৈয়দ কবির আহম্মেদ মিঠু ও তার ভাই সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে রুমন ও শরিফকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পায়ে গুলি বিদ্ধ অবস্থায় হোসাইন ওরফে বুলেট পালিয়ে আত্মরক্ষা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহিনুজ্জামান স্থানীয় সাংবাদিকদের নিকট উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ ৪জনকে বুধবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতের বিজ্ঞ বিচারকের নিকট আবেদন করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com