সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় দুই বন্ধু একে অপরের বোনকে বিয়ে ও তালাকের জেরে একে অপরের ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার রাতে শহরের কৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই বন্ধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, পারিবারিক বিরোধে ছুরিকাঘাতে আহতদের মধ্যে একপক্ষে মামলা হয়েছে।
আহত বন্ধুরা হলেন- বগুড়া শহরের পূর্ব নাটাইপাড়ার বাদল মিয়ার ছেলে রতন মিয়া (৩০) ও কৈপাড়ার আবদুর রশিদের ছেলে হাসিম মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রতন মিয়া ও হাসিম মিয়া দুজন ঘনিষ্ঠ বন্ধু। হাসিম বিয়ে করেছেন, রতনের বোন রিংকিকে ও রতন বিয়ে করেছেন হাসিমের বোন আঁখিকে। হাসিম দাম্পত্য কলহে তিন দিন আগে তার স্ত্রী রিংকিকে তালাক দেন। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।
মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের কৈপাড়ায় একটি চা স্টলের সামনে দুই বন্ধু হাসিম ও রতনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পকেট থেকে চাকু বের করে একে অপরকে আঘাত করেন। স্থানীয়রা দুইজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।
বুধবার বিকালে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম জানান, হাসিম ও রতন দুই বন্ধু এবং সম্পর্কে ভগিনীপতি-শ্যালক। হাসিম স্ত্রীকে তালাক দেওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুইজন একে অপরকে ছুরিকাঘাত করেছেন। এ ঘটনায় হাসিমের বাবা আবদুর রশিদ থানায় রতন পক্ষের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত চলছে। বুধবার বিকাল পর্যন্ত প্রতিপক্ষ মামলা দেয়নি। আর কেউ গ্রেফতারও হয়নি। আহত দুইজনকে হাসপাতালে নজরদারিতে রাখা হয়েছে।
Leave a Reply