1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় কয়েকটি হাসপাতাল পরিদর্শন করলেন দুই স্বাস্থ্য সচিব

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৮

মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তৎকালিন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান ২০০৬ সালের ৫অক্টোবর বগুড়া গাবতলীর কাগইলে ২০শয্যা বিশিষ্ঠ হাসপাতাল এর ভিত্তি প্রস্তর স্থাপন করে ছিলেন। দীর্ঘ ১৯বছরেও তা আলোর মুখ দেখেনি।

৫জুলাই/২৫ শনিবার ওই হাসপাতালের স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (সেবা বিভাগ) সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাঃ মোঃ সারোয়ার বারী। পরিদর্শনকালে সচিব সাইদুর রহমান বিভিন্ন বিষয়ের উপর খোঁজ খবর নেন। পরে তিনি (সাইদুর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এর পরিচালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়ার সিভিল সার্জন একেএম মোফাখখারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিনা পারভিন শিল্পী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আশরাফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোরশেদ আল আমিন লেমন, সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, কাগইল ইউপি প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ, সোনারায় ইউপি প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, কাগইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহাব্বত আলী, মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান, ছাত্রনেতা মাসুম, দুলালসহ অনেকে। এর পরে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান ও ডাঃ মোঃ সারোয়ার বারীসহ অন্যান্য কর্মকর্তা গাবতলী উপজেলা সদরে সরকারী হাসপাতাল পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। শেষে ১২৫০ শয্যা বিশিষ্ঠ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবরা। পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (সেবা বিভাগ) সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাঃ মোঃ সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডাঃ মওদুদ আলমগীর পাভেল, বগুড়া বিএমএ’র সভাপতি ডাঃ আফসারুল হাবিব রোজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ওয়াদুদুর রহমান তরফদার নাহিদসহ অন্যান্য কর্মকর্তা।

এর আগে সকালে শিবগঞ্জের আলিয়াহাট এলাকায় ২০শয্যা বিশিষ্ঠ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (সেবা বিভাগ) সাইদুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাঃ মোঃ সারোয়ার বারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট