1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় ২টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ সোনাতলায় পরিবারের সদস্যদের জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমাণ মালামাল লুট সোনাতলায় ভারি বৃষ্টিতে ধ্বসে গেছে সাব রেজিস্ট্রি অফিসের সড়ক সোনাতলায় ওরাকল বিসিএস এর সেমিনার ও ফ্রি ক্লাস অনুষ্ঠিত সোনাতলায় সড়কের দু’পাশ্বে ৫শতাধিক তালের বীজ রোপন সোনাতলায় প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ সাঘাটায় বাজার এলাকার সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, জনদূর্ভোগ চরমে বগুড়া শজিমেক হাসপাতালে অসুস্থ রোগীদের চিকিৎসার খোঁজ নিলেন সাবেক এমপি লালু গাবতলীতে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনামূলক সভা ও ছাগল বিতরণ বগুড়া শহর পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার দাবীতে নাগরিকদের জন্য আমরা এর মানববন্ধন

বগুড়ায় কামাররা এখন মহাব্যস্তঃ টুং টাং শব্দে মুখরিত কামারপল্লী

  • রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১২২

আল আমিন মন্ডলঃ আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বগুড়ার গাবতলীতে কামাররা এখন মহাব্যস্ত। প্রচন্ড গরমেও টুং টাং শব্দে মুখরিত কামারপল্লী। ফলে সুদিনের বাতাস বইছে কামার পরিবারগুলোতে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে কামারপাড়া ততই সরগরম হয়ে উঠছে। আগুনের তাপে শরীর থেকে ঝড়ছে অবিরাম ঘাম তবুও দিন-রাঁত সমানতালে তারা এখন হাঁসুয়া, ছুরি, চাপাতি, দা, বটি, ভোজালি, কুড়াল তৈরী ও শান দিতে ব্যস্ত সময় পাড় করছে। এছাড়াও ক্রেতারা মাংস কাঁটার জন্য গাছের গুল টুকরাও ক্রয় করছে। তবে বিগত বছরের তুলনায় এবছরে দামটা একটু বেশী। গাবতলীর সোনারায়ের সাবেকপাড়া, বামুনিয়া, রামেশ্বরপুরের কামারচট্ট, কাগইলের সুলতানপুর, দাসকান্দি, দক্ষিনপাড়া কৃষ্ণচন্দ্রপুর কামারপল্লী ঘুরে দেখা যায়, কোরবানী ঈদকে সামনে রেখে ভোর থেকে গভীর রাঁত পর্য়ন্ত কামাররা দিন-রাঁত ব্যস্ত সময় পাড় করছে। অনেকে অতিরিক্ত অর্ডার নেওয়া কাজ ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। তবে সারাবছরে কম কাজ হলেও এসময়ে কাজ বেড়ে যাওয়ায় তারা এখন বেশ ব্যস্ত হয়ে পড়েছে। পশুজবাই করার জন্য কামারপাড়ায় এখনো শোভা পাচ্ছে পশু জবাই করার বিভিন্ন উপকরন। সোনারায় সাবেকপাড়া’র কর্মকাররা জানান, এবছরে বেশ কাজ পেয়েছি। কাজ বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে। ছোট ও বড় ছুরি শান দিতে ১শত টাকা থেকে ১শত ৫০টাকা পর্য়ন্ত নেওয়া হচ্ছে। প্রতিটি তৈরী করা ছোট ছুরি ১শ টাকা থেকে ৩শত টাকা, দা ৪শ থেকে ৮শ টাকা, হাঁসুয়া ২শ ৫০টাকা থেকে ৪শ টাকা, বটি ২শ থেকে ৩শ টাকা, চাপাতি ৩শ থেকে ৪শ ৫০টাকা পর্য়ন্ত বিক্রি হচ্ছে। কাগইল কৈঢোপ গ্রামের ক্রেতা রাকিব হাসান ও হিজলী গ্রামের মাহবুব, শফিকুল, শাহীন মোল্লা জানান, পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে এসেছি। এবারে দাম বেশী নেওয়া হচ্ছে। তবে ক্রেতাদের লোহার পাশাপাশি স্টিলের ছুরি ও চাকু ক্রয় করার চাহিদা বেশী। বামুনিয়া কামার পল্লী এলাকার একাধিক কর্মকাররা জানান, বর্তমানে কয়লা ও রড়ের দাম বেড়ে যাওয়ায় শান দেওয়ার মজুরী ১শত টাকা থেকে ১শ ৫০টাকা পর্য়ন্ত নেওয়া হচ্ছে। এছাড়াও বাড়ী বাড়ী গিয়ে অনেকে শান দিচ্ছে। কর্মকার গোবিন্দ ও শান্ত জানান, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আযহার সময় আমাদের বেশ আয় হয় তা দিয়ে সারাবছর চালাতে হয় সংসার। কর্মকাররা আরো জানান, বিশেষ করে ঈদ উল আযহা সময় কামার পল্লী’র সবাই কাজে ব্যস্ত থাকতে হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট