1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় কার্গো সার্ভিস প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি, সাড়ে ১৭ লাখ টাকা লুট

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় আজাদ কার্গো পরিবহন সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের অফিসে ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাতদল তিন নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে অফিসের টেবিলের ড্রয়ার থেকে সাড়ে ১৭ লাখ টাকারও বেশি লুট করে নিয়ে গেছে।সোমবার (২৮ জুলাই) রাত ৩টার দিকে বগুড়া শহরতলীর সিল্কিবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতির ঘটনায় রাতে ডিউটিতে থাকা তিন নিরাপত্তা কর্মী নুরুজ্জামান, সাখাওয়াত ও জয়নালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সামছুল ইসলাম জানান, তিনতলা ভবনের নিচতলায় রয়েছে অফিস কক্ষ। সেখানে ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়মিত কাজ করেন। সোমবার বিকেলে ছুটি শেষে সবাই যার যার বাসায় ফিরে যান। রাতে ওই তিনজন প্রহরী নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে সামছুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে পূর্ব দিক থেকে মুখোশ পরা সাতজনের একটি ডাকাতদল অফিসে ঢোকে। তারা প্রথমে তিনজন প্রহরীকে বেঁধে ফেলে এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে ১২টি টেবিলের ড্রয়ার ভেঙে ফেলে। ড্রয়ারে থাকা নগদ অর্থ লুটে নেয় ডাকাতরা।

তিনি আরও জানান, অফিসে থাকা একটি সিন্দুক গ্যাস কাটার মেশিন দিয়ে কেটে টাকা নিতে চাইলেও তারা ব্যর্থ হয়। ওই সিন্দুকে ছয় লাখ টাকার মতো ছিল।

মঙ্গলবার সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে ডাকাতির বিষয়টি টের পান। তারা দেখতে পান, টেবিলের ড্রয়ারগুলো ভাঙা এবং ভেতর থেকে নগদ ১৭ লাখ ৫৫ হাজার ৬৫০ টাকা চুরি হয়েছে। পরে পুলিশকে খবর দিলে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট