1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় চাঞ্চল্যকর সৌমিকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের

  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮৯৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক ক্যান্টনমেণ্ট স্টেশন বোট ক্লাবের লেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক (২৮) এর লাশ উদ্ধারের আলোচিত ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। সৌমিকের বাবা বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান বাদি হয়ে গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় এ মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৬শে জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ২৯শে জুন সকাল ৯টার মধ্যে কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ সৌমিক’কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে কৌশলে হত্যা করেছে। হত্যার পর লাশ গুম ও প্রমাণাদি লোপাটের জন্য ক্যান্টনমেণ্ট বোট ক্লাবের লেকে ফেলে রেখে চলে যায়।

উল্লেখ্য, গত ২৬শে জুন সন্ধ্যায় বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিক (২৮)। নিখোঁজের ঘটনায় পরদিন ২৭শে জুন বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরী করে সৌমিকের পরিবার। ২৯ জুন সকাল ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলা বগুড়া ক্যান্টনমেণ্ট স্টেশন বোট ক্লাবের লেকে সৌমিকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ সৌমিকের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন থানা পুলিশ। লাশ উদ্ধারের ১৯ দিনের মাথায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত বৃহস্পতিবার শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন সৌমিকের বাবা তৌফিকুর রহমান।

সৌমিকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলার বিষয়ে পুলিশী তদন্ত চলমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট