বগুড়া প্রতিনিধি: শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে আহতদের দেখতে শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী আ স ম আব্দুল মালেক, ফুলবাড়ী থানা আমীর এ্যাডভোকেট শাহীন মিয়া, জামায়াত নেতা ইকবাল হোসেন, রায়হান আলী, হুসাইন মোহাম্মাদ মানিক, শফিকুল ইসলাম প্রমুখ।
আহতদের শান্তনা দিয়ে অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, আপনাদের রক্তের ঋণ শোধ হবার নয়। আপনাদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। জাতি আপনাদের ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জামায়াত নেতৃবৃন্দ রোগীদের খোঁজ খবর নেন ও হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীদের সুস্থ্যতা কামনা করে দোয়া করেন।
পরে নেতৃবৃন্দ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিককার আলম এমফিল, এমপিএইচ এর সাথে সাক্ষাত করেন। এ সময় সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com