1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় জমি সংক্রান্ত জেরে মুক্তিযোদ্ধাকে মারপিটঃ থানায় অভিযোগ

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৯২

গোলাম রব্বানী শিপনঃ বগুড়া সদরের গোকুলে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন(৭০) কে মারপিট করে আহতের ঘটনা ঘটেছে।
গত সোমবার বেলা পৌনে দুইটার দিকে সদর উপজেলার গোকুল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন(৭০)কে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
থানায় অভিযোগ ও সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, গোকুল ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ইসারত উল্ল্যা মণ্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন তার আপন বড় ভাই আলতাফ আলী মন্ডল এর নিকট থেকে ১৮ বছর আগে ২ শতক জায়গা ক্রয় করে ভোগ দখল করে আসছেন। জমি ক্রয় করার পর থেকেই আমজাদ হোসেন তার ভাই আলতাফ আলী মন্ডলকে জমির দলিল করে দিতে বলেন। কিন্তু আলতাফ আলী দলিল না করে দিয়ে সময় কাল ক্ষেপন করেন। এরই ধারাবাহিকতায় সোমবার ২৭ নভেম্বর সকাল ৯টায় গোকুল বন্দরে আলতাফ আলী মন্ডলকে দেখা পেয়ে পূর্বের মতই আমজাদ হোসেন জমি দলিল করে দিতে বলেন। এসময় আলতাফ আলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করবে মর্মে হুমকী প্রদান করেন। এরপর আলতাফ হোসেন ক্ষিপ্ত হয়ে তার পুত্র জাহাঙ্গীর হোসেন(৪৮), আব্দুর রাজ্জাক রিপন(৪৩) ও খোকন মিয়া(৩৮) কে সঙ্গে নিয়ে দুপুর পৌনে ২টায় আমজাদ হোসেনের বাড়ী অনাধিকারে প্রবেশ করে ধারালো রামদা দ্বারা হত্যার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের বাম হাতের কনুইয়ের উপরে ও পিঠে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে মারপিটে আহত করেন। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এসময় তারা হুমকি প্রদানে বলেন, আমজাদ হোসেন পুনরায় উক্ত জমিতে গেলে এবার খুন জখম করা হবে এমন ভয়ভীতি দেখিয়ে তারা জমিতে গিয়ে তার রোপনকৃত ফসলাদি নষ্ট করে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এবিষয়ে কথা বললে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বলেন, ১৯৭১ সালে দেশের জন্য কাজ করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীরা রক্ত ঝরাতে পারেনি। কিন্তু দুঃখজনক হলো স্বাধীনতার ৫২ বছর পর অমানসিক নির্যাতনের শিকার হলাম। তিনি বিষয়টি সঠিক তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট