1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে পুত্রবধূকে ধষর্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার সোনাতলায় জামায়াতের সংসদীয় আসনের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত সোনাতলায় অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত ভ্যান চালককে গরু দিলেন ইউপি চেয়ারম্যান টুল্লু সোনাতলায় নাম্বার বিহীন ট্রাকের যন্ত্রাংশ আলাদা করার সময় দুইজন আটক বগুড়ায় ধান কেটে মজুরি না পাওয়ায় ৫ দিনমজুরের থানায় অভিযোগ গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ সরকারীকরণের দাবীতে লিফলেট বিতরণ কাহালুতে আওয়ামীলীগ নেতা গ্রেফতার কাহালুতে দুই ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতলায় ১০২ মুক্তিযোদ্ধাকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চিঠি

বগুড়ায় ট্রেনে নারী যাত্রীর গায়ে ব্যাগ পড়া নিয়ে দ্বন্দ্ব, ৪জন আহত

  • রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৫

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় একটি ট্রেনে নারী যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করায় হামলায় শিকার হয়েছে চারজন। শনিবার রাতে বগুড়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার ফারুকের ছেলে জোবায়ের (২৩), একই এলাকার মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আবদুস সালামের ছেলে নাঈম (১৮) ও মৃত শাহিনুরের ছেলে তানভীর (২০)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত জোবায়েরের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটিতে আসামি করা হয়েছে ১৫ জনকে।

জোবায়েরের ফারুক হোসেন জানান, শনিবার রাতে সোনাতলা থেকে পদ্মরাগ ট্রেনে করে পিয়াল ও রিফাত বগুড়া স্টেশনে আসছিল। একই ট্রেনে ছিল শহরের সেউজগাড়ি এলাকার ইমন, মঈন, মুন্নাসহ চার যুবক ছিলেন। তারা ব্যাগ রাখলে সেটি দুই নারী যাত্রীর ওপর পড়ে। তখন পিয়াল ও রিফাত এর প্রতিবাদ জানিয়ে ব্যাগটি সরিয়ে রাখতে বলেন। এ সময় ওই চার যুবক মেয়েদের উত্ত্যক্ত এবং পিয়াল ও রিফাততে বগুড়া স্টেশনে নেমে দেখে নেওয়ার হুমকি দেয়। পিয়াল ফোনে বিষয়টি জোবায়েরকে জানান।

রাত ৯টার দিকে স্টেশনে পিয়াল ও রিফাতকে আনতে যায় জোবায়ের। সঙ্গে নিয়ে যায় বন্ধু তানভীরকেও। পিয়াল ও রিফাত ট্রেন থেকে নামতেই মুখোশধারী কয়েকজন তাদের ওপর হামলা চালায়। ওই চারজনকে মারধর ও ছুরিকাঘাত করে হামলাকারীরা। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জোবায়ের, পিয়াল, নাঈম ও তানভীরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যায়।

সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ‘আহত একজনের বাবা এ ব্যাপারে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। কোনো এক বিষয়ে ট্রেনে দুপক্ষের মধ্যে বিরোধ হয়। পরে মারামারি হলে ছুরি থাকা পক্ষের আঘাতে অন্যরা আহত হয়েছেন। এটা কোনো রাজনৈতিক বা পূর্ব বিরোধের জেরে হয়নি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট