প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ
বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিতে এসে হৃদক্রিয়া বন্ধ হয়ে যুবদল নেতার মৃত্যু
গোলাম রব্বানী শিপনঃ বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি বগুড়ায় তারুণ্যের সমাবেশে হৃদক্রিয়া বন্ধ হয়ে
বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক (৩৫) এর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জুন) সকালে তিনি বগুড়ায় মারা যান।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকালে নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগদানের পর পরেই আজিজুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আজিজুল হকের অকাল মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুববিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউ করিম বাদশা, সাধারন সম্পাদক আলী আজগর তালুকদার হেনা শোক প্রকাশ করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত