1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০৮

মুহাম্মাদ আবু মুসাঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক ড. বেলাল হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের,

গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু। উদ্বোধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনের পূর্বে একটি কবি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কবি সম্মেলনের প্রথম দিনের কর্মসূচীর মধ্যে ছিলো কথা ও কবিতা, ‘বাংলাদেশের কথাসাহিত্যে উল্লেখযোগ্য পুরুষ’, ‘লিটল ম্যাগাজিন আন্দোলন ঃ ¤্রয়িমান সময় ও উত্তরণের উপায়’ এবং ‘কবিতায় প্রয়োজন উপযোগী তারুণ্য’ বিষয়ক আলোচনা। পর্বসমূহে সভাপতিত্ব করেন রোকেয়া ইসলাম, হাবিব ওয়াহিদ শিবলী, নাজমুল হেলাল ও আরিফুল হক কুমার। আলোচনাসমূহে অংশগ্রহণ করেন আলমগীর মালেক, কামরুল বাহার আরিফ, মতিয়ার রহমান, ফরিদ ছিফাতুল্লাহ, তুষার কবির, কুশল ভৌমিক, বকুল আশরাফ, ড. বিনয় বর্মণ, জিল্লুর রহমান, নাহিদা আশরাফী, নূর কামরুন নাহার, ম্যারিনা নাসরিন, আব্দুর রাজজাক বকুল, কামরুন নাহার শীলা, মাহবুবা লাভীন, আলী রেজা, ফিরোজ শাহ, এমরান হাসান, রনি অধিকারী, হিরণ্য হারুন, সাফওয়ান আমিন, মোহাম্মদ নাসির।

সঞ্চালনা করেন সিকতা কাজল, মাহফুজ ফারুক, সাবিনা ইয়াসমিন ইতি, অদিতি রায়, শাহিদা সাথী ও শাহাদত হোসেন। স্বরচিত কবিতা পাঠ করেন হাসনাত আমজাদ, তিথি আফরোজ, শামীমা নাইস, আশরাফুল নয়ন, অনিন্দ্য তুহিন, মোসতাফা আনসারী, যতন কুমার দেবনাথ, তাহমিনা শিল্পী, তাহমিনা কোরাইশী, বঙ্গ রাখাল, আদ্যনাথ ঘোষ, সাকিল মাসুদ, নুরজাহান নীরা, আশরাফ খান, ইয়ার খান, সাকিব সাকিল, মোহাম্মদ নাসির, মারুফ আহমেদ নয়ন, নিরঞ্জন হীরা, কমল কুজর, হারাণু পথিক, অরণ্য খান, খালিদা তালুকদার, ওয়ায়েজ রেজা, এইচ আলিম, সিকতা কাজল,

কামরুন নাহার কুহেলী, হাদিউল হৃদয়, মাহাবুব টুটুল, ড. শামীম আরা, ফিরোজ শাহ, সোহেল মল্লিক, মুহিন তপু, মাহমুদ কাওছার, শাহিদা সাথী, জামসেদ ওয়াজেদ, হিরণ্য হারুন, ইমাম মেহেদী, আলী রেজা, এমরান হাসান, রফিকুজ্জামান রণি, আহমেদ সাব্বির, রেহেনা সুলতানা শিল্পী, সজিব মোহাম্মদ আরিফ, রিজভী হাসনাত, এমরান হাসান, যাহিদ সুবাহান, আশরাফ খান, বকুল আশরাফ, আবু রায়হান, এসএম আনিছুর রহমান, মুনসুর রহমান তানছেন, পবিত্র প্রামাণিক, জীবন শাহা, দ্বীপ সরকার, দীলিপ ঘোষ, অন্য রাসেল, শামীম হোসেন, সাহানা আক্তার, স ম তুহিন, আশ্রাফ বাবু প্রমুখ।

কবি সম্মেলনের ২য় দিনের কর্মসূচীতে থাকছে কথা ও কবিতা, কবির উপস্থিতিতে কবিতা আবৃত্তি, বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান, ‘তরুণদের বেড়ে ওঠায় সাহিত্য সংগঠনের’ ভ‚মিকা শীর্ষক আলোচনা ও সমাপনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট