সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া শহরের তেলিপুকুর এলাকায় এক ধানক্ষেত থেকে শাকিল খন্দকার (৪১) নামের একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিল সদর উপজেলার ছিলিমপুর এলাকার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ সকাল সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপালের মর্গে পাঠায়।
পুলিশ স্থানীয় সূত্রে জানাগেছে, তেলিপুকুর এলাকায় বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল শাকিলের। পরিবারের অভিযোগ, শামিম সহ তার লোকজন পূর্ব শক্রুতার জেরে গতকাল রাতে শাকিলকে হত্যা করেছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার রাতে এই ঘটনায় তৌফিক ইসলাম নামের আরও একজন গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।
বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান জানান, এঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। মোটিভ কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছেনা এখন।
Leave a Reply