মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম পান্না স্যারকে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির উদ্যোগে ১৫ মে/২৩ সোমবার জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। পুলিশ সুপারের এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সিনিকদা আকতার পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, যুগ্ন সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরি রনি, সদস্য মাহবুবুর রহমান চপল, এডঃ কহিনুর খানম, ইউনুস উদ্দীন, মুহাম্মাদ আবু মুসা, আনিসুর রহমান, চান মিয়া, পান্না স্যারের ছেলে মুন প্রমুখ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com