সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় তিন সন্ত্রাসীকে দুটি ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার ৯ এপ্রিল ভোর ছয়টার দিকে নারুলি পুলিশ ফাঁড়ির একটি টিম সোনাতলা উপজেলার নদীর একটি চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওই চরের মধ্যে তারা আত্মগোপন করেছিল। এ সময় তাদের কাছ থেকে দুটি হাসুয়া উদ্ধার করা হয়।
তিনি জানান গ্রেপ্তারকৃতরা হলো, শহরের নারুলি দক্ষিণপাড়ার মৃত নুর আলমের ছেলে জুয়েল মিয়া ২৫, ধাওয়াপাড়ার আমিনুল হকের ছেলে নুর আলম সুইট ৩৫, ও একই এলাকার আলম প্রামাণিকের ছেলে রাব্বি হোসেন ২৫। এর আগে অপহৃত ট্রাক চালক আমিরুল ইসলামকে ট্রাকসহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বালুভর্তি একটি ট্রাকসহ চালক আমিরুলকে অপহরণ করে নিয়ে যায়। এরপর ধাওয়াপাড়া এলাকায় ট্রাক থেকে বালু আনলোড করে চালক আমিরুলকে আসামি সুইটির বাড়িতে আটকে রেখে ট্রাক মালিকের কাছে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা চাঁদা দাবি করে।
এরপর বিষয়টি ট্রাক মালিক সদর থানায় জানালে নারুলি পুলিশ ফাঁড়ির একটি টিম ধাওয়াপাড়ায় অভিযান চালিয়ে চালকসহ ট্রাকটি উদ্ধার করে। এরপর পুলিশ চালককে উদ্ধার করে নিয়ে আসার পথে আক্রান্ত হয়। এ সময় দুর্বৃত্তরা ধাওয়াপাড়ায় পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়িভাবে ইট পাটকেল নিক্ষেপ করে।
এতে এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হন। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply