মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় পূর্বশত্রুতার জেরে এ্যাডভোকেট আব্দুল বারী চান (৪০) কে কুড়াল দিয়ে কুপিয়েছে দুবৃর্ত্তরা। ১ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় বগুড়া শহরের কলোনী চকফরিদ মাটির মসজিদের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
আব্দুল বারী চাঁন কলোনী চকফরিদ এলাকার মৃত তবেজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন আইনজীবি।
তার স্ত্রী রুনা মাহমুদের সাথে কথা বলে জানা যায়, এ্যাডভোকেট আব্দুল বারী চান সকাল ৯ টায় বাসা থেকে কোর্টের উদ্দেশ্যে রওনা করেন। বের হওয়ার কিছুক্ষণ পরেই তিনি জানতে পারেন তার স্বামীকে দুবৃত্তরা কুড়াল দিয়ে কুপিয়ে রেখে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারা হয়েছে বলে জানান তিনি।
বড় ভাই মোজাহার আলী জানান, তার ছোট ভাই কোর্টে যাচ্ছিলো এমন সময় দুবৃত্তরা কুড়াল দিয়ে ১ম আঘাত করে ২য় আঘাতে কুড়াল মাথায় বসিয়ে রেখে যায়, কুড়ালটি রক্তক্ষয় বন্ধ করার জন্য তিনি টেনে বের করে। তার অবস্থা গুরুতর আহত দেখে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানান। ঘটনাস্থলে যাওয়া বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এই প্রতিবেদককে জানান, ঘটনাটি জানার পর পরই বগুড়া সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ তদন্ত শুরু করেছে।ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com