সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া শহরে প্রকাশ্যে ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ নামে এক যুবককে খুন করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেল সোয়া ৪ টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ’র পাশে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরিভাবে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। নিহত বিদ্যুৎ শেখ বগুড়া শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণ পাড়া এলাকার দুলাল শেখের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বিদ্যুত শহরের কাটনারপাড়া ঈদগাহ’র কাছে একটি অটোরিকশার গ্যারেজ পরিচালনা করে আসছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে তার মোবাইলে একটি ফোন আসে। এর কিছু পরেই তার গ্যারেজের পাশে কতিপয় দুর্বৃত্ত তাকে ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, আজ শুক্রবার (১৩ জুন) বিকেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ নামে ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এ হত্যার ঘটনায় আজ শুক্রবার (১৩ জুন) রাত ৮ টা পর্যন্ত মামলা হয়নি। তবে মামলা দায়েরর প্রস্তুতি চলছিল। খুনীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com