বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবেশী এক বয়স্ক মহিলাকে মারপিটের প্রতিবাদ করায় আকুল শেখ (৩০) নাম এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আরও তিনজন আহত হয়। বুধবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে নিহত আকুল শেখের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শিমুলকান্দি গুচ্ছগ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আকুল শেখ শিমুলকান্দি গুচ্ছগ্রামের মোহাজ্জেল শেখের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, নিহত আকুল শেখের বাবা মোহাজ্জেল শেখ (৪৬), আকুল শেখের স্ত্রী পারুল খাতুন (২২) ও মৃত আজাহার আলীর স্ত্রী ফাতেমা বেওয়া (৬০)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হত্যাকান্ডের ৫ ঘন্টার পর প্রধান আসামি মনির হোসেন মোনেজ (২৩) নামে এক খামারিকে শেরপুর উপজেলার চান্দাইকোনা বিশ্বরোডের বাসস্ট্যান্ড এলাকা গ্রেফতার করেছে পুলিশ। মনির হোসেন মোনেজ শিমুলকান্দি গুচ্ছগ্রামের আকবর আলীর ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারি মনির হোসেন মোনেজের বাড়ির পাশেই বিধবা ফাতেমা বেওয়ার (৬০) বসতবাড়ি। মঙ্গলবার সন্ধ্যার দিকে ফাতেমার রান্না ঘরের চুলার ধোঁয়া মনিরের মুরগির খামারে গিয়ে লাগে। এতে মনির হোসেন ক্ষুব্ধ হয়ে বিধবা ফাতেমাকে মারপিট করে। এ সময় আকুল শেখ প্রতিবেশী মনিরের বাড়িতে গিয়ে ওই বৃদ্ধাকে মারপিটের প্রতিবাদ করে। তখন মনির ও তার লোকজন হামলা চালিয়ে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে আকুলকে হত্যা করে। সংবাদ পেয়ে নিহতের বাবা ও স্ত্রী ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে আহত করে। এ ঘটনায় নিহত আকুলের মা আম্বিয়া খাতুন বাদি হয়ে মনির হোসেন মোনেজসহ চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আটককৃত প্রধান আসামি মনির হোসেন মোনেজকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply