মুহাম্মাদ আবু মুসাঃ ৩০মার্চ/২৪ শনিবার বগুড়া শহরের বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুল ইসলাম উপস্থিত থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রফিক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য সিনিয়র শিক্ষক। উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবার প্রতিষ্ঠানে ইফতার মাহফিল না করে সেই অর্থ দিয়ে ৩শত ৮৫জন গরীব অসহায় মানুষকে ঈদ খাদ্য সামগ্রী দেয়া। প্রায় সাড়ে ৮কেজি প্যাকেটে ছিল আতব চাল ২কেজি, চিনি ১কেজি, সাদা সেমাই আদা কেজি, লাচ্ছা সেম্ইা আদা কেজি, ছোয়াবিন তেল ১লিটার, মসুর ডাল ১কেজি, লবন ১কেজি, পেয়াজ ১কেজি ও গুড়া দুধ এক প্যাকেট।
এ বিষয়ে বিয়াম মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply