1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে বিধবাকে গণধর্ষণ, ২ জন গ্রেফতার

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৬৫

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে দুই সন্তানের জননী এক বিধবা নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের প্রলোভনে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত দুই ধর্ষককে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার জালশুকা গ্রামের মৃত পালওয়ানের ছেলে শাহাদত হোসেন (৩০) এবং একই এলাকার আফছার আলী শেখের ছেলে আশরাফুল শেখ (৪১)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জালশুকা গ্রামের জনৈক ব্যক্তি স্ত্রী ও দুই সন্তান রেখে ৬ মাস পূর্বে মারা যান। দুই সন্তান ও নিজের জীবিকা নির্বাহের জন্য বিধবা নারী বগুড়া শহরের একটি বাসায় গৃহপরিচালার কাজ শুরু করেন। একপর্যায়ে জালশুকা গ্রামের মৃত পালওয়ানের ছেলে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক শাহাদত হোসেনের সাথে বিধবা নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিবাহ করার প্রলোভন দিয়ে গত ৩১ জুলাই বেলা আড়াইটার দিকে লম্পট শাহাদত ওই নারীকে বগুড়া শহরের সাতমাথায় যেতে বলে।

ওই নারী সাতমাথায় পৌঁছিলে শাহাদত তার নিজের অটোরিক্সা উঠিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাজাহানপুর থানাধীন জালশুকা জোড়া ব্রীজের পূর্ব পার্শ্বে গিয়ে দাঁড়ায়। সেখানে আগে থেকেই লম্পট শাহাদতের দুই বন্ধু অবস্থান করছিল। এরপর রাত ৮ টার দিকে শাহাদত ও তারা বন্ধুরা ওই বিধবা নারীকে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন ১ আগস্ট ধর্ষিতা ও নারী বাদী হয়ে শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ ধর্ষকদের গ্রেফতারে মাঠে নামেন।

অবশেষে ১০ আগস্ট ভোর সাড়ে ৫ দিকে পাবনা জেলার চাটমোহর থানা এলাকার আত্মীয়ের বাড়ি থেকে শাহাদ হোসেন (৩০) ও আশরাফুল শেখ (৪১) কে পুলিশ গ্রেফতার করে। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অপর আসামীকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট