বগুড়া প্রতিনিধিঃ জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়ার আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষ করতোয়ায় বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফোজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মেজবাউল করিম, ডেপুটি সিভিল সার্জন শাহনাজ পারভীন, স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়ার প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মর্জিনা আক্তার।
অনুষ্ঠানে অন্যন্যের বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, দৈনিক করতোয়ার ফটোসাংবাদিক আসাফুদ্দোলা ডিউক,দৃষ্টি প্রতিবন্ধি ছাত্র রবিন খান,মীর মোরশেদ আলী, আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও আতাউর রহমান, শহর সমাজসেবা অফিসার মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মোমিন।
শেষে দৃষ্টি প্রতিবন্ধি ছাত্র রবিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় তাকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান ও দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
Leave a Reply