1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় মা’কে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

  • রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩০

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার ধুনটে মা আলতাফুন্নেছাকে (৫৮) হত্যার দায়ে ছেলে আবু বকর আকন্দকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আবু বকর বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, আবু বকর একজন নেশাগ্রস্ত ভবঘুরে। গত ২০১৫ সালের ১২ অক্টোবর নেশাগ্রস্ত অবস্থায় রাত ১০টার সময় তার বৃদ্ধা মা আলতাফুন্নেছাকে (৫৮) ভাত দেওয়ার জন্য ডাকেন। সে সময় আলতাফুন্নেছা তার ছেলেকে বলেন, ‘তুই নিজেই ভাত নিয়ে খা’। এতে আবু বকর ক্ষিপ্ত হয়ে তর্ক শুরু করে। এক পর্যায়ে সে হাতের কাছে থাকা ইউক্যালিপ্টাসের গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে আলতাফুন্নেছা অজ্ঞান হয়ে যান। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। পরদিন ১৩ অক্টোবর আলতাফুন্নেছাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় আসামির আপন বড় ভাই শাহ আলম বাদী হয়ে বগুড়ার ধুনট থানায় একটি হত্যা মামলা করেন। এরপর গত ২০১৫ সালের ১৬ তারিখে আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে রোববার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, এ মামলার আসামিকে গ্রেপ্তারের পর থেকেই জেলহাজতে ছিল। বোরবার আসামি তার দোষ স্বীকার করায় আদালত এই সাজা দেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. কামাল উদ্দীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট