1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়ায় মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল আবাসিক হোটেলের ম‌্যানেজারের

  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫০৫

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় মেয়ের প্রেমিকের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা বিপুল ইসলাম মুকুল।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের মাটিঢালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপড়া গ্রামের মজিদ ব‍্যপারির ছেলে। তিনি মাটিডালী এলাকায় সান সাইন নামে একটি আবাসিক হোটেলের ম‍্যানেজার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন। তিনি বলেন, মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, দুপুরে হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় মারা যান বিপুল।

জানা গেছে, সম্প্রতি নিহত বিপুলের একমাত্র মেয়ের বিয়ে হয়। তবে মাটিডালী এলাকার উত্তরপাশের মোজামনগর এলাকার হাফিজার রহমানের ছেলে শামিম নামে এক যুবকের সঙ্গে তার মেয়ের প্রেম ছিল। বিষয়টি বিয়ের পরে জানতে পারে পরিবার। বিয়ের পর থেকেই নিহত মুকুলকে হত‍্যার হুমকি দিতে থাকেন প্রেমিক শামিম। পরে মেয়েটির সঙ্গে যোগাযোগ করেন শামীম। একপর্যায়ে মেয়েটিকে তুলে নিয়ে যান শামীম।

এঘটনায় মেয়েকে উদ্ধারের জন‍্য থানায় একটি অভিযোগ করেন বিপুল। এতে ক্ষিপ্ত হয়ে সহপাঠীদের নিয়ে মঙ্গলবার দুপুরে নিহত বিপুলের কর্মস্থল মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের গেটের পাশে অবস্থান নেন প্রেমিক। বিকেলে বিপুল হোটেলের গেটে বের হতেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

এ সময় বিপুলের চিৎকারে ছুটে আসেন হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট