বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে রিপন ফকিরকে গুলি করে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন রেহেনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১০৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের হয়েছে।
নিহতের স্ত্রী মাবিয়া বেগম বাদী হয়ে মঙ্গলবার এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩’শ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বগুড়া প্রতিনিধি এএইচএম আক্তারুজ্জামানও রয়েছেন।
এছাড়াও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডি.এম.পি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এ আরাফাত রহমান,
জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবর রহমান মজনু, সাধারন সম্পাদক রাগিবুল আহসান রিপ,ু সাবেক এমপি ডাঃ মোস্তাফা আলম নান্নু, সাবেক এমপি রেজাউল করিম বাবলু, আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল আলম মোহন, যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল মতিন সরকার, টি জামান নিকেতা, রফি নেওয়াজ খান রবিন, আসাদুর রহমান দুলু,
যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, মোঃ সামছ উদ্দিন শেখ হেলাল, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল মান্নান আকন্দ, আনোয়ার হোসেন রানা, হেলাল উদ্দিন কবিরাজ, হাসিবুল হাসান সুরুজ, সাবেক এমপি ও জাতীয় পার্টি নেতা শরিফুল ইসলাম জিন্নাহসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগটনের নেতাকর্মিদের আসামী করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগষ্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলন চলাকালে বগুড়া শহরের ২নং রেল গেইট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিপন ফকির।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com