মুহাম্মাদ আবু মুসাঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বুধবার সন্ধ্যারাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করার পর বগুড়া শহরে আওয়ামী লীগ আনন্দ মিছিল করলেও বিএনপি-জামায়াত তা বিরোধিতা করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে। শহরের সাতমাথা দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ আনন্দ মিছিল বের করে। বিএনপি ও অঙ্গদল শহরের নবাববাড়ী সড়কে প্রতিবাদ মিছিল করে। এছাড়া শহরের ইয়াকুব মোড়ে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। গাবতলী পৌর সদরে তাৎক্ষনিক পৃথকভাবে মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ ছাড়াও আরো বিভিন্নস্থানে আনন্দ ও বিক্ষোভ মিছিল করার খবর পাওয়া গেছে। মহাসড়কের বনানী ফুলদিঘী এলাকায় একটি কার্গোতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া দুর্বৃত্তরা পুলিশ সুপার (এসপি) বাংলো ও অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়, মফিজ পাগলার মোড়, থানার মোড়, শ্যামলী হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোন হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (১৬নভেম্বর/২৩) বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আওয়ামী লীগ অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে। তবে বিএনপি মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে। অপর দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি’র) পদত্যাগ এর দাবীতে বৃহস্পতিবার বিকেলে গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সিইসি’র কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল আহসান ডেটল, সাধারণ সম্পাদক এসএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com