বগুড়া প্রতিনিধিঃ বগুড়া বিএসটিআই’র ওজন ও পরিমাপ যাচাই ও পণ্য মোড়কজাতকরণ এবং গুণগত মান যাচাই এর আওতায় বুধবার কাহালু উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায় উক্ত অভিযানে কালিয়াপুকুর এলাকায় মেসার্স রোকেয়া ফিলিং স্টেশন এর আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ সনদ না থাকায় এবং ডিজেল, পেট্রোল ও অকটেন এর ৫টি ডিসপেন্সি ইউনিটের প্রতি ১০লিটারে ৩২০মিঃলি,৩০০ মিঃ লিঃ ,৩৩০মিঃলিঃ,৩৯০মিঃলিঃও ২৭০মিঃলিঃ কম প্রদান করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ অনুসারে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কাহালু উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছা: মেরিনা আফরোজ। এ সময় বিএসটিআই জেলা অফিস এর প্রসিকিউটর কর্মকর্তা পরিদর্শক (মেট.) মো: শাহ আলম পলাশ খাঁন এবং ফিল্ড অফিসার ( সিএম) মেসবাহ উল হাসান উপস্থিত ছিলেন।
বিএসটিআই জেলা অফিস এর প্রসিকিউটর কর্মকর্তা পরিদর্শক (মেট.) মো: শাহ আলম পলাশ খাঁন বলেন জেলার ভোক্তা সাধারণের জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply