স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক এমপি আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ ভাবে বিজয় অর্জন করবে। বিএনপির ৩১দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে জনগণের ভাগ্যয় উন্নয়ন ঘটবে।বিগত ফ্যাসিবাদি হাসিনা সরকার সময় বগুড়ার মানুষ সকল দিক দিয়ে বৈষম্যের স্বীকার হয়েছি।আগামী নির্বাচে ধানের শীর্ষের প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বগুড়ার মানুষের অধিকার আদায় করে নিতে হবে।
সোনাতলা উপজেলার মধুপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মঙ্গলবার বিকাল ৪টায় সোনাতলা উপজেলা বিএনপির, যুবদল, কৃষকদল ও তাঁতীদলের দলের উদ্যােগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সোনাতলা উপজেলা কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক বাদশার সভাপতিত্বে মধুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জুলফিকার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক,
সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এরফানুল হক রেন্টু কাজি,সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পল্টন ,যুব দলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান হান্নান, যুগ্ন আহবায়ক কামরুজ্জামান বাবু,
পাকুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন,সাধারণ সম্পাদক রেজাউল করিম পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহবায়ক রুহুল আমিন, তাঁতী দলের আহবায়ক মোতাহার হোসেন, সরকারি নাজির আকতার কলেজের সাবেক ভিপি রানা প্রমুখ।
Leave a Reply