সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জের আলাদিপুর এলাকা থেকে র্যাব-১২ কর্তৃক ডাকাতের গডফাদারকে আটক করেছে। গত ২৩ জানুয়ারি টাঙ্গাইল জেলা হতে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কচুয়া গ্রামের মৃত বাছেদ আলীর ছেলে মোঃ জামাল হোসেন (৩৭) ২২টি গরু ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নীলফামারী জেলার জলঢাকা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ২৪ জানুয়ারি রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা এলাকার রহবল গ্রামস্থ দোসীমানা ইটভাটার নিকট পৌঁছলে, সামনে থেকে সাদা রংয়ের প্রাইভেট কার গরুবাহী ট্রাকের সামনে এসে গতিরোধ করে।
এক পর্যায়ে ট্রাক থামিয়ে ট্রাকে থাকা ব্যক্তিদের হাত পা বেধে রেখে জমিতে ফেলে রেখে গরু নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাবসায়ী জামাল হোসেন বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে অজ্ঞাতনামা আসামী করে ২৪ জানুয়ারী ৩৯৫/৩৯৭ ধারায় পেনাল কোড-১৮৬০ মামলা
রুজু হয় মামলা নং-২৮। দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। এরই প্রেক্ষিতে, র্যাব-১২, বগুড়ার আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় অদ্য ০৯ ফেব্রুয়ারি বেলা ০২.৫০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা শিবগঞ্জ উপজেলার আলদিপুর মৃত আঃ জলিলের ছেলে তাহাজুল ইসলাম তাহাজ্জুল (৩৮)কে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি জ্যাকস্ক্রু, ০১টি রেঞ্জ, ০১টি হাতুরি, ০১টি লোহার পাইপসহ তাকে গ্রেফতার করে। উক্ত আসামী দীর্ঘদিন যাবত ডাকাতির কাজে জড়িত। তার নামে বগুড়া জেলার সদর থানায় ০৬টি, নওগাঁ জেলার বদলগাছী থানায় ০২টি, বগুড়া জেলার শাজাহানপুর থানায় ০২টি, রংপুর জেলার কাউনিয়া থানায় ০১টি, জিএমপি’র কোনাবাড়ী থানায় ০১টি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ০১টি, জয়পুরহাট কালাই থানায় ০১টিসহ সর্বমোট ১৪টি চুরি, ডাকাতি, ডাকাতি প্রস্তুতি ও অন্যান্য অপরাধজনিত মামলা রয়েছে বলে জানা যায়। সংঘবদ্ধ গরু ডাকাতি চক্রের সর্দার। এই চক্রের কয়েকজন সক্রিয়ভাবে ডাকাতি করে, ডাকাতিকৃত মালামাল অন্যত্র পরিবহন করে নিয়ে যায়। আর অন্যান্য সদস্যরা লুন্ঠনকৃত মালামাল বিক্রয়ের ব্যবস্থা করে এবং তাদের নির্দিষ্ট ক্রেতা রয়েছে। এ যাবত ৫/৬ শত গরু চুরি/ডাকাতি করেছে বলে জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com