বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলার ৭টি আসনের মধ্যে ১১জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে রয়েছে, তিনটি আসনে নৌকার প্রার্থী, ৬টি আসনে জাকের পার্টি ও দুটি আসন থেকে ২ স্বতন্ত্র প্রার্থী । এর ফলে সর্বশেষ জেলায় প্রার্থী দাড়ালো ৫৩জন। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম রবিবার বিকেল সাড়ে ৪টায় তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রার্থিতা প্রত্যাহারকারী ১১জন হলেন, বগুড়া -২ আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুর রহমান মানিক, বগুড়া -৩ আসনে সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া -৪ আসনে হেলাল উদ্দিন কবিরাজ, জাকের পার্টি থেকে বগুড়া-২ আসনে আজগর আলী, বগুড়া-৩ আসনে গোলাম মোস্তফা, বগুড়া -৪ আসনে আব্দুর রশিদ সরদার, বগুড়া -৫ মাসুম রানা ওয়াসিম, বগুড়া -৬ আসনে মোহাম্মদ ফয়সাল বিন শফিক, বগুড়া -৭ আসনে নাজির মাহমুদ রতন, বগুড়া -১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান ও বগুড়া -৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারুকক আহমেদ । ।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জেলার ৭টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৮৯ জন প্রার্থী। তার মধ্যে স্বতন্ত্র ৩৭ জন। যাচাই-বাছাই শেষে ৫৯ জন কে বৈধ প্রার্থী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পান ৫ প্রার্থী। সবমিলিয়ে আওয়ামীলীগ , জাপা, জাসদ ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৬৪ প্রার্থী বৈধ ছিলেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, জেলার ৭টি আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের পর বৈধ প্রার্থী রইল ৫৩ জন । আমরা . অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহার দিতে সকল পদক্ষেপ গ্রহণ করবো।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com