1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়া আজিজুল হক কলেজের সামনে অরক্ষিত রেলগেটে অবশেষে গেটম্যান নিয়োগ

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে অরক্ষিত রেলগেটে অবশেষে দুইজন গেটম্যান নিয়োগ দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার সকালে বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি কিছু নিয়ম-কানুনের কারণে গেটম্যান নিয়োগে সময় লেগেছে। তবে আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি এবং বর্তমানে দুজন গেটম্যান স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৬ জুলাই কলেজ গেটসংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম। এই মর্মান্তিক ঘটনার পর নিরাপদ রেলগেট এবং গেটম্যান নিয়োগের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। প্রথমে স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষার্থীরা রাজপথে নামেন।

আন্দোলনের তৃতীয় পর্যায়ে এসে তা আরও তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন বগুড়া রেলস্টেশনে এবং পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস কাহালু স্টেশনে আটকে পড়ে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। তখন রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে সাত দিন সময় চায়।

অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে গেটম্যান নিয়োগ দেওয়ায় স্বস্তি ফিরে আসে। পরে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট