সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া জেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাবকে বগুড়ার ডিবি পুলিশ ঢাকা থেকে গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের একটি দল প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
তিনি গত ৫ আগস্ট ফ্যাসিট সরকারের পতনের পর পুলিশি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, তার বিরুদ্ধে সদর থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলার রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com