বগুড়া প্রতিনিধি ঃ বগুড়া জেলা আদিবাসী পরিষদের আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে । আন্তর্জাতিক আদিবাসী দিবসে মুল প্রতিপাদ্য বিষয় ছিল ইউসেফ ঘোষিত ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা” শির্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সভাটি গত ৯ই আগস্ট বুধবার পৌর পার্কের উডবান পাবলিক হল রুমে বগুড়া জেলা আদিবাসী পরিষদের আহ্বায়ক সন্তোষ সিং বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন । এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী বিকাশ চন্দ্র স্বর্নকার সাংবাদিক ও মানবাধিকার, আরো উপস্থিত ছিলেন শ্রী স্বপন চন্দ্র কর্ণিদাস,সদস্য সচিব, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটি,শ্রী যোগেশ সিং,সাবেক সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সুনিল রবিদাস বাবু (সারিয়াকান্দি), শ্রী হিরালাল সিং (শেরপুর), সুজন রাজোভর, (শাজাহানপুর),স্বপ্ন কুমার সিং (শেরপুর), মনিলাল রবিদাস, (গাবতলী) স্বাধীন রবিদাস, (শিবগঞ্জ) গৌতম মাহাতো,(নন্দীগ্রাম ) সহ সকল উপজেলার জাতীয় আদিবাসী পরিষদ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতেই এক রালী শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে ।
Leave a Reply