গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রনেতা এম আর হাসান পলাশ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার চাকলা গ্রামের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে স্থানীয় ঈদগাহ মাঠে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
প্রভাষক আব্দুস সামাদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান লিটন, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম রতন, বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের রেজিষ্ট্রার চিকিৎসক ডাঃ শামীম হোসেন, নাড়–য়ামালা ইউপির নব নিযুক্ত প্যালেন চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, চাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সোলেমান আলী, যুবকদের মধ্যে তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, উপজেলা ছাত্রলদলের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল আহসান ডিটল, সহ-সভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তাসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চাকলা গ্রামের সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ অত্র গ্রামের আলোকিত মানুষদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply