বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে সমিতির বগুড়া চারমাথাস্থ প্রধান কার্যালয়ে সমিতির মৃত মালিক সদস্যের পরিবারদের এককালীন আর্থিক অনুদান প্রদান ও মাসিক লটারি অনুষ্ঠিত হয়।
মনোয়ারুল হক মিল্টনের সভাপতিত্বে অনুদান প্রধান ও লটারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল বারী এরশাদ, সমিতির সড়ক সম্পাদক সেলিম রেজা, পরিবহন মালিক জহির রায়হান, শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
এই অনুষ্ঠানে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল বারী এরশাদ বলেন, যেদিন থেকে পরিবহন মালিকদের সেবা করার সুযোগ পেয়েছি, সেদিন থেকেই পরিবহন মালিকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। যতদিন দায়িত্ব পালনের সুযোগ থাকবে মালিকদের কল্যাণে কাজ করে যাবো। তিনি বলেন চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের রাস্তাগুলো খারাপ ছিল তা সংস্কার করা হচ্ছে।
দীর্ঘদিন বন্ধ থাকা সোনাতলা রোডে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সমিতির নিজস্ব অর্থায়নে কড়ই হাটে টার্মিনাল নির্মাণের কাজ চলছে। শেরপুর ধুনট মোড়ে যাত্রী ছাউনি করা হচ্ছে। বর্তমানে মালিকদের দুর্ঘটনা কবলিত পরিবহন দুর্ঘটনার স্থল থেকে সমিতির দায়িত্বে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের দ্বিতীয় তলার কাজ দ্রুততার সাথে চলছে।
আগামী দিনেও এই সমিতির দায়িত্ব পালনের সুযোগ হলে সকলের সহযোগিতায় অসহায় মালিকদের পাশে থাকবে এই সমিতি। এ অনুষ্ঠানে সমিতির মৃত মালিক সদস্য ৮ জনের পরিবারকে এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com