মুনসুর রহমান তানসেনঃ প্রাচীন পুন্ডনগরী বগুড়ার জেলার অন্যতম নাট্য সংগঠন বগুড়া থিয়েটার। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগি এই সংগঠন শিল্প-সংস্কৃতি ও নাট্যচর্চায় খ্যাতি অর্জন করেছে সারাদেশ সহ পার্শ্ববতী দেশ ভারতে। নাট্যাচার্য প্রয়াত ড. সেলিম আল দীন ও শিল্পপিতা বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর দেখানো পথে শিকড়ের সন্ধানে অনেক উল্লেখযোগ্য সৃষ্টিশীল কাজ করা হয়েছে এই সংগঠনের মাধ্যমে।
বাঙালির হাজার বছরের ইতিহাস-এতিহ্য ও শিল্প-সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করবার লক্ষ্য নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে করতোয়া নদী পাড়ের এই সংগঠনটি। এই সংগঠন থেকে বেড়ে উঠা অনেক অভিনেতা ও শিল্পী সুনামের সাথে কাজ করছেন মিডিয়া জগতে। যার হাত ধরে বগুড়া থিয়েটার ও বগুড়া থিয়েটারের শিল্পীরা দেশ ও দেশের বাহিরে পরিচিতি লাভ করেছেন তিনি হলেন নাট্যজন তৌফিক হাসান ময়না। তৌফিক হাসান ময়না শুধু বগুড়ায় নয় সারাদেশে বাংলাদেশে গ্রাম থিয়েটারের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক হিসেবে দিনের পর দিন ছ‚টে যাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প-সংস্কৃতি চর্চার বার্তা নিয়ে।
প্রাচীন পুÐ্রনগরীর ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে তিনি সৃষ্টি করেছেন তথ্য ভিত্তিক উঁচুমানের বেশ কয়েকটি নাটক। সেই উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ”কথা পুÐ্রবর্ধন, কৈবর্ত বিদ্রোহ, দ্রোহ, ফকির মজনু শাহ” সহ বেশ কয়েকটি উঁচুমানের নাটক। এই নাটকগুলো দেশের বিভিন্ন অঞ্চলসহ পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যে ব্যপক সাড়া জাগিয়েছে। তৌফিক হাসান ময়নার মত সৃষ্টিশীল মানুষ আছে বলেই নানা সময় নানান বৈরী পরিবেশের মধ্যেও একটি দিনের জন্য থেমে নেই বগুড়া থিয়েটারের কার্যক্রম। অনেকে বলেছেন রাজধানী ঢাকার পরেই বগুড়া থিয়েটারের মাধ্যমে এই জনপদে শিল্প-সংস্কৃতির বড় বড় উৎসব অনুষ্ঠিত হয়।
বগুড়া থিয়েটার সুত্রে জানা গেছে আগামী ২৯ মে বগুড়া থিয়েটারের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজনে পালনের লক্ষ্য নিয়ে পাঁচদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ২৯ মে সন্ধ্যা ৬ টায় বগুড়া থিয়েটার কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর থিয়েটার আড্ডা, নাটকের গান ও নাটক মঞ্চায়ণ। ৩০ মে সন্ধ্যা ৬ টায় থিয়েটার কার্যালয়ে ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ে পরিবেশনায় স্কুল নাটক। ৩১ মে সন্ধ্যা ৬ টায় থিয়েটার কার্যালয়ে সেবামূলক কার্যক্রম, বৈশাখী মেলার পুরুস্কার বিতরণ ও নাটক। ১ জুন বগুড়া শহীদ টিটু মিলায়াতনে বিকেল ৫ টায় আনন্দ পদযাত্রা, সন্ধ্যায় বগুড়া থিয়েটার পদকপ্রদান ও নাটক ফকির মজনু শাহ মঞ্চায়ণ। ২ জুন সমাপণী দিনে থিয়েটার কার্যালয়ে থিয়েটার আড্ডা, র্যাফেল ড্র আপ্যায়ণের মধ্য দিয়ে শেষ হবে বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকীর পাঁচদিনব্যাপী অনুষ্ঠান।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন তৌফিক হাসান ময়না গ্রাম থিয়েটারের সংগঠক, কর্মী, বগুড়ার সকল নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকলকে বগুড়া থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আসবার জন্য আহবান জানান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com