আব্দুল ওয়াদুদ, বগুড়াঃ রবিবার বগুড়া পৌরসভার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শহরের টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। পৌর মেয়র রেজাউল করিম বাদশা'র সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলমের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সিন্ধা আকতার, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন। আরো বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ- নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান, লাইট হাউজের পরিচালক হারুন অর রশিদ, দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু,
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জেএম রউফ, সাংবাদিক নেতা মেহেরুল সুজন, প্রতীক ওমর, মোহন আকন্দসহ অনেকে।
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য দুইশত একাত্তর কোটি পনের লাখ তিয়াত্তর হাজার একশত পঁয়ত্রিশ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য ছিলেন পৌর হিসাব রক্ষক ইকবাল হোসেন, পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, আলহাজ্ব শেখ, শিরিন আকতারসহ অন্যান্য পৌর ওয়ার্ড কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারী, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com