মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মতিয়র রহমান বার ভবনে বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি আতাউর রহমান খান মুক্তা ও সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলামসহ নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়ারা জজ মো: শাহজাহান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, স্পেশাল ট্রাইব্যুনালের সিনিয়র জেলা দায়ারা জজ মো: শহিদুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আনোয়ারুল হক,
প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক শরনিম আকতার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এস.এম তাসকিনুল হক, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া বার সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক এ্যাড. মো: জহুরুল হক (জাফর), বাংলাদেশ বার কাউন্সিল সদস্য ও বর্তমান জিপি এ্যাড. মো: শফিকুল ইসলাম (টুকু),
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক বার কাউন্সিলের সদস্য এ্যাড. একেএম হাফিজুর রহমান, এ্যাড. পিপি আব্দুল বাছেদ। বগুড়া বার সমিতির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডভোকেট পলাশ খন্দকার।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com