1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. কুদরত-ই-জাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থা বিষয়ে কোন আপোস হবে না জানিয়েছেন।

তিনি বলেছেন ৪ জুন বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর সরকারি ছুটির পর মূলত ১৫ জুন থেকে এর প্রক্রিয়া শুরু করেছেন। তিনি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের দায়িত্ব নিতে পেরে আনন্দিত বলে উল্লেখ করে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকার তার প্রতি যে আস্থা রেখেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ।

আজ সোমবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হাছানাত আলী, বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পুন্ড্রু বিশ্ববিদ্যালয়ের ভিসি চিত্র রঞ্জন মিশ্র,পুন্ড্রু বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক আব্দুল হাই, সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবা বেগম, সরকারি আজিজুল হক কলেজেন অধ্যক্ষ শওকত আলম মীর, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বেল্লাল হোসেন, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদের, ডা. মশিহুর রহমান, পিপি এড. আব্দুল বাছেদ, শহর জামায়াতের সেক্রেটারি আসম আব্দুল মালেক, ডা. শাহ মো. শাজাহান আলী, জেলা শিক্ষা অফিসার রমজান আলী খন্দকার, ডা. আজফারুল হাবীব রোজ, টিএমএসএস‘র উপ পরিচালক ডা. মতিউর রহমান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ও প্রেসক্লাবের সহ সভাপতি রাহাত রিটু, এড. শাহীন, স্বপ্ন‘র পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোস্তফা কামাল, টিএমএস এস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজ্জাদুল হক, বিএনপি নেতা হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ২৪ বছর আগে হলে এখন তার কার্যক্রম শুরু হচ্ছে। আর যেন কোন প্রতিবন্ধকতা না আসে আগামী শিক্ষাবর্ষ থেকেই যেন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বক্তারা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েক টি স্থাপনার নাম উল্লেখ করে তাতে অস্থায়ী ক্যাম্পাস গড়ে তুলে তাতে ক্লাস শুরু করার আহবান জানান।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়টিতে যেন আধুনিক কারিকুলাম গ্রহণ করা হয়। শিক্ষক নিয়োগ এবং শিক্ষাদান যেন মান সম্মত হয়। শিক্ষক নিয়োগে যেন কোন ছাড় না দেওয়া হয় তা উল্লেখ করে বক্তারা বলেন মান সম্পন্ন শিক্ষক নিয়োগ না হলে সু নাগরিক গড়ে তোলা সম্ভব হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট